Header Ads Widget

Responsive Advertisement

সারোগেসি ও ইসলাম, surrogacy এন্ড ইসলাম, ইসলামিক কাফেলা

 আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মন্ডলী, “ইসলামিক কাফেলা” সম্পূর্ণ ইসলামিক একটি চ্যানেল । “প্রচার করো, যদি একটি মাত্র আয়াতও হয়”। (সহীহ বুখারিঃ ৩৪৬)


কোনো কোনো দেশের আইনে
#সারোগাসি বৈধ, আবার কোনো কোনো দেশে অবৈধ। ইসলামিক আইনে টেস্টটিউব বেবি হালাল হলেও সারোগেসি হারাম। ইসলামী স্কলারদের মতে, এই জাতীয় সারোগেট মাতৃত্বের অনুমতি নেই, কারণ এটি জিনা (ব্যভিচার) এর সমতুল্য। যেহেতু সারোগেট তার বৈধ স্বামী নয় এমন ব্যক্তির নিষিক্ত ডিম বহন করে। যে সন্তানের জন্ম হয়, বৈধ বিবাহের মাধ্যমে তার কোনো বংশগত সম্পর্ক নেই।

এই কারণে সন্তানটি অবৈধ বলে গন্য হবে। যেহেতু সন্তানটি অবৈধ, সেহেতু এই পদ্ধতি অর্থাৎ সারোগেসিকে ইসলামে হারাম বলা হয়েছে। ১৯৮৬ সালে জর্ডানের রাজধানী আম্মানে ইসলামিক ফিকহ একাডেমি কাউন্সিলের তৃতীয় অধিবেশনে সারোগেসিকে ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশে টেস্টটিউব বেবি আইনগত ভাবে বৈধ হলেও সারোগেসি এখনও বৈধতা পায়নি। ------------------------------------------------------------------------------------------------------------------------- আমাদের ই-মেইল- islamickafela24@gmail.com ------------------------------------------------------------------------- আমাদের ফেসবুক পেজ লিংক- shorturl.at/jxKT9 ------------------------------------------------------------------------------------------ সতর্কবাণী যদি এই চ্যানেল থেকে কোনও ভিডিও অনুমতি ছাড়াই অন্য চ্যানেলে আপলোড করা হয়। তবে,কপিরাইট আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। ----------------- ধন্যবাদান্তে ---------------- ইসলামিক কাফেলা

Post a Comment

0 Comments