একটি ব্যাঙ কীভাবে খারাপ পরিস্থিতেও পৃথিবীর পরিবেশ টিকে থাকে সেই বর্ণনাটিই দেয়া আছে রবীন্দ্রনাথের নাটকে। মানব হৃদয়ের গভীরের আনন্দকে ব্যাঙের ‘ঘ্যাঙর ঘ্যাঙ’ এর সঙ্গে তুলনা করেছেন ব্রিটিশ কবি আরথার সায়মন্স। তার ‘দ্য অ্যাকসটেসি’ কবিতায় তারই প্রকাশ মিলেছে। তিনিও ব্যাঙ নিয়ে রবীন্দ্রনাথের মতোই অনুভব করেছেন। ভাবছেন ব্যাঙ নিয়ে এতো কথা বলার কি আছে? ব্যাঙ ছাড়া যে পৃথিবীর পরিবেশ ঝুঁকির মধ্যে পড়বে। ব্যাঙ হত্যা যে মহাপাপ! ইসলামেও এই প্রাণীটি হত্যা সম্পর্কে কঠোরভাবে বলা হয়েছে। আর বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ব্যাঙ মানবজাতির জন্য এক আশির্বাদস্বরুপ। বিস্তারিত দেখুন ভিডিওতে... ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
0 Comments