পবিত্র কুরআন সহীহ হাদিসে কতিপয় প্রাণী হালাল বা হারাম হওয়ার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। সেগুলো ছাড়া বাদবাকি প্রাণীগুলোর হালাল বা হারাম নিরূপণ করা যায়, এমন মূলনীতিও বর্ণনা করা হয়েছে। মৃত প্রাণী ও শূকর হারাম এ কথা স্পষ্টভাবে বলা হয়েছে। কিন্তু ব্যাঙ খাওয়া হারাম নাকি হালালের অন্তর্ভুক্ত তা স্পষ্টভাবে উল্লেখ হয়নি। তবে বিশুদ্ধ মতে ব্যাঙ ঘৃণিত বা অপছন্দনীয় খাদ্য হওয়ায় মাকরুহ হিসাবে বিবেচিত। ব্যাঙ খাওয়ার ব্যাপারে অভিজ্ঞ আলিমগণ দ্বিমত পোষণ করেছেন।
0 Comments